বীম কলাম জয়েন্ট এর ক্ষেত্রে করণীয় !! ( Beam Column Joint)

 বেশিরভাগ কনসাল্টেন্ট সাজেস্ট করেন বীমের রড কে কলামের ভারটিকাল রড এর ভিতর দিয়ে নেওয়ার জন্য। কিন্তু যেহেতু বীমের এবং কলামের ক্লিয়ার কাভার সমান হয়ে থাকে তাই সাইটে চাইলেও বীমের রড কে কলামের ভারটিকালের ভেতর দিয়ে পুরপুরি নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই বীমের এক পাশের রড কে কলামের ভিতর দিয়ে এবং অন্য পাশের রড কে কলামের বাইরে দিয়ে নেওয়া হয়। 

যদিও অনেকেই বীমের কলামের কাছের স্টিরাপ কে সরু করে কলামের ভেতর দিয়ে বীমের পুরো রড কে নিয়ে যান। তবে এমনটি করা উচিত নয়। কেননা সুষম লোড ট্রান্সফারের জন্য বীমের রড সোজা হওয়া বাঞ্ছনীয়।

চিত্রঃ বীম কলাম জয়েন্ট 


বীম কলাম জয়েন্ট চেক এর সময় অবশ্যই খেয়াল রাখতে হবেঃ


১। বীম কলাম জয়েন্ট এ কলামের কমপক্ষে দুইটি স্টিরাপ থাকতে হবে।

২। বীম কলাম জয়েন্ট এর ক্ষেত্রে বীমের স্টিরাপ কলাম ফেস থেকে সাধারণ স্পেসিং এর অর্ধেক স্পেসিং থেকে বা ২" থেকে শুরু করতে হবে।

৩।  এবং অবশ্যই অবশ্যই এই অংশের কংক্রিট গ্রেড কলামের গ্রেডের ই হতে হবে। ছাদ বা বীমের কংক্রিট গ্রেড অনেকসময়ই কম হয়ে থাকে। তাই এই অংশের গ্রেড কলামের গ্রেডে না হলে কলাম এর এই অংশ দুরবল হয়ে যাবে। 

Comments

Popular posts from this blog

কন্সট্রাকশন জয়েন্ট এর ক্ষেত্রে করনীয়

Rigid pavement or Flexible Pavement !! which one is better?

ইট সংক্রান্ত কিছু তথ্য