400W, 500W,600W TMT bar এগুলোর মানে কি?
বিভিন্ন ভাইভা তে প্রায় একটা কমন প্রশ্ন খেয়াল করা যায়। রিবার নিয়ে প্রশ্ন আসলেই জিজ্ঞাসা করা হয় 400W, 500W,600W TMT এগুলোর অর্থ কি?
চলুন জেনে নেই।
প্রথমত W বলতে এখানে ওয়েল্ডইবিলিটি বোঝায়। অর্থাৎ এই বার গুলো কে ওয়েল্ডিং এর মাধ্যমে জোড়া লাগানো যায়। এবার আসি এই সংখ্যা গুলোর অর্থ।
কোন রিবার 400W বলতে বোঝায় হল, ওয়েল্ড যোগ্য এই রিবারের yield স্ট্রেন্থ 400Mpa বা ৪০০ মেগা প্যাস্কেল। যেহেতু আমরা জানি, 1Mpa = 145 Psi. তাই 400W= 400Mpa/ (400x145)=58000 Psi/58 Ksi.বা 60 grade.
ঠিক তেমনি কোন রিবার 500W বলতে বোঝায় হল, ওয়েল্ড যোগ্য এই রিবারের yeld স্ট্রেন্থ 500Mpa বা ৫০০ মেগা প্যাস্কেল। তাই 500W= 500Mpa/ (500x145)=72500 Psi/72.5 Ksi.
আবার, 600W বলতে বোঝায় হল, ওয়েল্ড যোগ্য এই রিবারের yeld স্ট্রেন্থ 600Mpa বা ৬০০ মেগা প্যাস্কেল। তাই 600W= 600Mpa/ (600x145)=87000 Psi/87 Ksi.
এবার আসি, TMT বলতে কি বোঝায়?
অনেক সময় ই রড কোম্পানি গুলকে বলতে শোনা যায়, 500W TMT bar, 600W TMT bar. TMT অর্থ হল thermo mechanically treated.অর্থাৎ, ওই বার টি thermo mechanical process এ ট্রিটমেন্ট করার পর প্রাপ্ত হাই স্ট্রেন্থ বার।
এখন GPH steel কে বলতে শোনা যায়, electric arch furness technology এর কথা। এটি মূলত ষ্টীল পরিশোধনের পদ্ধতি।একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, ষ্টীল এর পরিশোধন যত ভাল হবে তত ভাল। যেহেতু অপদ্রব্য যত থাকবে তত স্ট্রেন্থ এ প্রভাব পরবে।
Comments
Post a Comment