কন্সট্রাকশন জয়েন্ট এর ক্ষেত্রে করনীয়

 কাজ করতে যেয়ে আমাদের অনেকসময় ই বীম এবং ছাদের ক্ষেত্রে কন্সট্রাকশন জয়েন্ট রাখার প্রয়োজন হয়। তবে সেক্ষেত্রে দেখা যায় অনেকসময় ই অজ্ঞতার কারণে ভুল হয়ে যায়। যেমন অনেকেই বীমের ক্ষেত্রে বীমের রড ছেড়ে দিয়ে  কলামের গা ঘেঁষে কন্সট্রাকশন জয়েন্ট রাখেন আবার ছাদের ক্ষেত্রে দেখা যায়, বীমের পরপরই ছাদের রড ছেড়ে কাস্টিং শেষ করে দেন যা করা কখনোই উচিত নয়।

construction Joint
চিত্রঃ কন্সট্রাকশন জয়েন্ট

 ১।  ছাদ বা বীমের ক্ষেত্রে কন্সট্রাকশন জয়েন্ট কখনোই স্লোপে রাখা যাবে না। কেননা স্লোপে রাখলে স্লোপের নিচের অংশে লুজ কংক্রিটের ্জন্য স্ট্রেন্থ অনেক কমে যায়। 

২। কন্সট্রাকশন জয়েন্ট সবসময় খাড়া রাখা উচিত। এবং শিয়ার কি রাখার প্র্যাকটিস সব থেকে ভাল। শিয়ার কি রাখার জন্য গর্ত বা গ্রুভ রেখে দেওয়া হয়।

৩। কন্সট্রাকশন জয়েন্ট সবসময় 2L/3 অর্থাৎ মধ্য তৃতীয় অংশে রাখতে হবে। যেহেতু এই জোন এ শিয়ার স্ট্রেস সব থেকে কম হয়ে থাকে।

৪। কন্সট্রাকশন জয়েন্ট কখনোই প্রথম বা শেষ L/3 অংশে রাখা যাবে না। 



water stopper at construction joint
চিত্রঃ কন্সট্রাকশন জয়েন্ট এ ওয়াটার স্টপার


৫। যেহেতু কন্সট্রাকশন জয়েন্ট এ সবসময় পানি লিকেজ এর সম্ভাবনা বেশি থাকে তাই এখানে ওয়াটার প্রুফিং এডমিক্সার ব্যাবহার করা উচিত।পানি নিয়ে কারবার এমন স্থাপনা হলে পিভিসি ওয়াটার স্টপার ব্যাবহার করা উত্তম।


৬। কন্সট্রাকশন জয়েন্ট এ রডের ক্লিয়ার কাভার ও ল্যাপিং লেন্থ অবশ্যই খেয়াল  রাখতে হবে যেন সঠিক ভাবে মেইন্টেইন করা হয়। 

Comments

Popular posts from this blog

ল্যাপিং সংক্রান্ত আলোচনা ( Discussion about Rebar Lapping)

Rigid pavement or Flexible Pavement !! which one is better?